আত্মশক্তিতে  বলীয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের গ্রাম উন্নয়ন দল (ভিডিটি) এর সদস্যদের নিয়ে কাগজের টোঙ্গা তৈরী বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের জামালগঞ্জ বাজারে প্রশিক্ষণ অনুষ্টিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট -বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। নয়াহালট ও শাহপুর গ্রামের গ্রাম উন্নয়ন দলের সদস্যরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রশিক্ষক আলী আজগর। প্রশিক্ষণ উদ্বোধন করেন শাহপুর গ্রামের গ্রাম উন্নয়ন দলের সভাপতি ও নারীনেত্রী শাহিনা আক্তার ও নয়াহালট গ্রামের ভিডিটি কমিটির সহ সভাপতি ও নারীনেত্রী আয়েশা সিদ্দিকা।

প্রশিক্ষণে অংশ নেন, নারীনেত্রী সাজিনা আক্তার, ভিডিটির সদস্য বিলকিস, রুমা, শেওলা, বন্থি, চমকি, লুবাবা,  প্রশিক্ষককে সহযোগিতা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ। প্রশিক্ষণ পরিদর্শন করেন, পিএফজির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মো: নুরুল হক আফিন্দী, পিএফজির জেলা সমন্বয়কারী ও সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক এসি কুদরত পাশা, জামালগঞ্জ সদর ইউপি সুজন এর সভাপতি মো: শাহীন আলম। জানা যায়, হাওরাঞ্জলের সব চেয়ে বড় বাজার জামালগঞ্জে সাচনা বাজারে কাগজের টোঙ্গর প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়চি মাতায় রেখে প্রশিক্ষণে বিষয় নির্ধারণ করা হয়। মনে করা হচ্ছে প্রশিক্ষণলব্দ অভিজ্ঞতা কাজে লাগিয়ে কেউ এ কাজটি চলমান রাখলে সে আর্থিক ভাবে সাবলম্ভী হবে।