""অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি ""

উপরোক্ত এ শ্লোগানকে সামনে রেখে 
সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও  শোভাযাত্রা অনুষ্ঠিত।
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে নানা কর্মসূচীর অংশ হিসেবে সাতদিন ব্যাপী আয়োজিত উৎসবের উদ্বোধন উপলক্ষে সোমবার বেলা সাড়ে এগারটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাসহ সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানের সাফল্য মণ্ডিত করেন অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আওয়াল বক্তব্য রাখেন। আলোচনা সভার পূর্বে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা, আলোচনা সভাসহ
সকল অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। 
এরপর দিবসের সফলতা অর্জনে সকল অতিথি বর্গের অংশ গ্রহণে কাজিপুর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।