সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনে (কাজিপুর ও সদরের আংশিক) সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার বক্তব্য প্রদান কালে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিলেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজার সমর্থকরা। সেই সাথে ভুয়া ভুয়া বলে শ্লোগান শেষে সেলিম ভাই সেলিম ভাই শ্লোগান দিতেও দেখা যায়। 
এছাড়াও আলোচনা শেষে সেলিম রেজার সমর্থকরা কনকচাপাকে বহনকরা গাড়িটিও আটকিয়ে দিয়েছিল বলেও অভিযোগ উঠেছে। 
সম্মেলন প্রস্তুতি কমিটির অন্য অন্য সদস্যদের সহযোগিতায় গাড়িটি নিরাপদে সড়িয়ে নেয়ার  ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপির মধ্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
গত বুধবার (৫ মার্চ ২০২৫) বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তায় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবুর সভাপতিত্বে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য  ভিপি শামীম খাঁনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,  সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খাঁন পাপ্পু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা,কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।
আলোচনা সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা তার বক্তব্যে বলেন, বিগত সময়ের মত আর পকেট কমিটি করা চলবে না। 
বক্তব্য চলা সময় এমন দাবি উত্থাপনের সাথে সাথে সেলিম রেজার সমর্থকরা রুমানা মোর্শেদ কনকচাঁপাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া মন্তব্য করেন এবং সেলিম ভাই ভাই বলে শ্লোগান দিতে থাকে। 
এতে আলোচনা সভার পরিবেশ উত্তপ্ত হলে, 
নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি শামীম
কনক চাপার নিকট থেকে মাউথ পিচ হাতে নিয়ে সেলিম রেজা ও সভায় উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা জেলা নেতৃবৃন্দ জেলা থেকে এসেছি আমাদের উপস্থিতিতে এমন অশোভন আচরণ কোন ভাবেই মেনে নেব না।
এসম সেলিম রেজাকে বলেন লোকজনকে শান্ত করতে। যদি শান্ত না হন, আমরা চলে যাবো বলে জানানোর পর পরিবেশ শান্ত হয়।
পরিবেশ শান্ত হলে, পুনরায় কনকচাপাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। 
পরবর্তীতে পুনরায় বক্তব্যকালে কনকচাপা বলেন, আমি কাজিপুরের মেয়ে,আপনাদের সন্তান হয়ে কাজিপুর বাসির পাশে দাড়িয়েছি ভাল কিছু করার জন্য। আমার বক্তব্যে ভুল হলে সরি।
এরপর আলোচনা শেষে কনকচাপা গাড়ি নিয়ে বের হওয়ার সময় গাড়িটি আটকিয়ে দেয় সেলিম রেজার সমর্থকরা। 
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খাঁন পাপ্পু, ভিপি শামীম এর  সহযোগিতায় গাড়িটি নিরাপদ বের করে দেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মুজিবুর রহমান লেবু বলেন, অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। উল্লেখ্য, বিএনপির আলোচনা সভায় গাড়িবহর নিয়ে অংগ্রহন নিষেধ থাকলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গকরে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা গাড়ি বহর ও মোটর সাইকেল বহর নিয়ে আলোচনা সভায় অংশগ্রহন করেন।