এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরেন, কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ এলাকায় হাওলাদার ব্রিকস ফিল্ডের গরুর খামারের পুর্ব পাশে মাদক ব্যবসায়ী প্রায় ৫ বছর ধরে গাঁজা গাছ রোপণ করে আসছে।

বরিশালের কাজিরহাট থানায় ইট ভাটায় লাগানো পাঁচ ফুট  সাত ইঞ্চি উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে ১০আর্মড পুলিশ ব্যাটালিয়ন।এসময় গাঁজা গাছের চাষীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোঃ জামাল হাওলাদার( ৪৩) আন্দারমানিক ইউনিয়নের ভংগা ৯ নং ওয়ার্ডের মৃত আবুল হোসেন হাওলাদার পুত্র।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ইট ভাটায় গাঁজা চাষ করছেন জামাল হাওলাদার।তাদের ভাটায় কাজ করা শ্রমিকরা গাঁজার প্রধান খদ্দের ।এ ঘটনায় সোমবার (১০ জুলাই) রাতে বরিশালের ১০আর্মড পুলিশ ব্যাটালিয়নের এসআই অশোক কুৃমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায়  মামলা করেছেন। মামলা নাম্বার তিন । আজ মঙ্গলবার গ্রেফতার চাষীকে আদালতে পাঠানো হয়।১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে জানান,গতকাল সোমবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার সময় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) সাহ মোঃ ফয়সাল আহমেদ এর নেতৃত্বে এসআই অশোক কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করার জন্য মুলাদী বাস টার্মিনালে অবস্থান করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পরেন, কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ এলাকায় হাওলাদার ব্রিকস ফিল্ডের গরুর খামারের পুর্ব পাশে মাদক ব্যবসায়ী প্রায় ৫ বছর ধরে গাঁজা গাছ রোপণ করে আসছে।সংবাদের পরে ইট ভাটায় অভিযান চালিয়ে গাঁজা গাছ পরিচর্যারত অবস্থায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময়   চাষী জামাল হাওলাদারকে আটক করা হয়েছে। কাঁচা গাছের ওজন প্রায় ৩ কেজি। যাহার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা। তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজা গাছসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী জামালকে কাজিরহাট থানায় সোপর্দ করা হয়েছে।কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জুবাইর বলেন,সোমবার রাতে এসআই  অশোক কুমার বর্মন বাদী হয়ে কাজিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলায় গ্রেফতার গাঁজা চাষী জামাল হাওলাদার ও জব্দ করা গাঁজা গাছ মঙ্গলবার বরিশাল আদালতে পাঠানো হয়েছে।