সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রদক্ষিণ শেষে পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নাহিদ হোসেন এবং মৎস্য চাষি আব্দুস সালাম।
এছাড়া উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান শিপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ ও পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষিদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন,চকরাজাপুরের আব্দুল কুদ্দুস প্রামানিক, মৈনমের জুয়েল রানা, সদলপুরের নূরনবী সরকার ও জোতবাজারের আব্দুস সালাম।