বরিশাল এর মেহেন্দিগঞ্জ উপজেলাধীন কাজীর হাট থানার জয়নগর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগ নেতা অহিদুল (২২) পিতা কাঞ্চন হাওলাদার কে ১০ পিস ইয়াবা ও একটি চাইনিজ কুড়াল সহ গ্রেফতার করে থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির হাওলাদার এর ছত্রছায়ায় অহিদুল এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি ছিনতাই ডাকাতি ও মাদক ব্যবসার আস্তানায় পরিনত করেছেন এই ইউনিয়ন কে। অভিযান এ নেতৃত্ব দানকারী এস আই মেহেদী হাসান বলেন,১১/১১/২৪তারিখ রাত অনুমান-২১:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কাজিরহাট থানাধীন ১৫নং জয়নগর ইউনিয়নের ছৈলা সাকিনস্থ পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন মীর এর বসত ঘরের সামনের উঠানে অবৈধ দেশীয় অস্ত্র নিয়া মাদক বিক্রয়ের নিমিত্তে কতিপয় ব্যক্তি অবস্থান করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংগীয় অফিসার ও ফোর্সসহ কাজিরহাট থানাধীন ১৫নং জয়নগর ইউনিয়নের ছৈলা সাকিনস্থ পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন মীর (২৮) এর বসত ঘরের সামনের উঠানে পৌছামাত্র আসামী দ্বয়ের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা পুলিশকে লক্ষ্য করিয়া কোপ দেয়ার চেষ্টা কালে গ্রেফতারকৃত আসামী-মোঃ অহিদুল ইসলাম (২২) সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ধৃত করি এবং অপর আসামী তাহার হাতে থাকা দেশীয় অস্ত্র (রাম দা) নিয়া দৌড়ে পালিয়ে যায়।কাজির হাট থানা অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এই বিষয়ে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও আরেক টি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।