ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রণোদনার আওতায় উপজেলার ১৯৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এই ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের আউশ চাষে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।” তিনি কৃষকদের আরও যন্ত্রশীল ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কাঠালিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত), উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।