ফরিদপুরের সদরপুরে ভালো ভূট্রার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরের সদরপুরে ভালো ভূট্রার বাম্পার ফলন উপলক্ষে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

২০২৪-২৫ অর্থ বছরে বাংলাদেশের চর এলাকার আধুনিক   কৃষি  প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ১৬ এপ্রিল বুধবার দুপুরে স্থানীয় প্রায় এক শতাধিক কৃষকের উপস্থিতিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় এর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ফরিদপুর অঞ্চল) মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহাদুজ্জামান। 

এ সময়ে উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান খান, বিল্লাল হোসেন, মনিরুজ্জামান, নাসিব হোসেন উপস্থিত ছিলেন।
কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।