বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন মনোনয়ন প্রত্যাশী আরেকজনকে উদ্দেশ্যে করে যে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তাতে ব্যক্তির চেয়ে দল বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব বন্ধ করে জনগনের সুখে-দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু এবং সুস্থ্যতা কামনায় শনিবার (১৬ আগস্ট) বিকেলে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া-মিলাদের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গাজী কামরুল ইসলাম সজল আরো বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো।

দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নির্বাচনে প্রার্থী হবো। নতুবা দল যাকে মনোনয়ন দিবেন তার শতভাগ বিজয় নিশ্চিতের জন্য মাঠে কাজ করবো।

তিনি আরও বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকিরের সভাপতিত্বে ও বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি মো. সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।