গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনকে সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটনকে সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিগত স্বৈরাচারী সরকারের আমলে  মিথ্যা, গায়েবি  ও ষড়যন্ত্রমূলক মামলায় কারামুক্ত হয়ে শুক্রবারই প্রথম প্রেসক্লাবে আসলে সাংবাদিকরা তাঁকে ফুলেল  শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। কারা নির্যািত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে দেয়া সংবর্ধনা ও পুস্পস্তবক অর্পণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন  প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, উপদেষ্টা নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহ্,  আকরাম হোসেন রিপন, হাজী সাইফুল ইসলাম, মন্জুরুল হক গাজী, সবুজ, আনিসুল ইসলাম, তপন বিশ্বাস, মোঃ খোরশেদ আলম,মোজাম্মেল হোসেন, সাইফুল্লাহ লবিব,  মাহমুদুল হাসান, আবু সাঈদ, সাইদুল ইসলাম রনি, আকরাম হোসেন হিরন, কাজী বোরহান, এস এম মাসুদ,তৌহিদ মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।বিগত পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের সময় সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের বিরুদ্ধে কাপাসিয়া থানা পুলিশ নাশকতার মিথ্যা অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মিথ্যা,  ষড়যন্ত্র,  উদ্দেশ্য মূলক, গায়েবি ও  বানোয়াট মামলা দায়ের করেন। এতে সে দুই দফায় দীর্ঘদিন কারাভোগ করেন। সম্প্রতি সে গাজীপুর জেলহাজত থেকে জামিনে মুক্ত হয়েছে। মুক্তির পর প্রথম প্রেসক্লাবে আসলে সাংবাদিকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।