বেলায়েত হোসেন শামীমঃ গাজীপুরের কাপাসিয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম । আজ রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনষ্ঠিত হয়েছে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা তামান্না তাসনীম উপজেলা প্রশাসনের বিভিন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন এবং একই সাথে কাপাসিয়া উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন। মতবিনিময় সভা শেষে কাপাসিয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে দিয়৷ বরণ করে নেয় হয়।মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এএফ কামাল, প্রতিষ্ঠাতা প্রেসক্লাবের ও কার্যকরী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন ও সন্জীব কুমার দাস, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল,জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক নুরুল আমিন সিকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসেন শামীম প্রমুখ।নবাগত উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম গত ৭ নভেম্বর কাপাসিয়া উপজেলায় যোগদান করেন। এর আগে তিনি ফরিদপুর জেলার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।