দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ/জয়পুরহাট-এর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালাই, জয়পুরহাট-এর আয়োজনে ২০২৫ সালের সততা সংঘের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ/জয়পুরহাট-এর উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালাই, জয়পুরহাট-এর আয়োজনে ২০২৫ সালের সততা সংঘের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মোট ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। উপকরণের মধ্যে ছিলো ছাতা, জ্যামিতি বক্স, পানির বোতল, টিফিন বক্স, কলমদানি, হাত ব্যাগ, স্কেল ইত্যাদি। অনুষ্ঠানে কালাই উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাক্ষ আমিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শহীদ, এ ছাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাধান,শিক্ষক, ছাত্র,ছাত্রী উপস্থিত থেকে এ সমস্ত উপকরণ গ্রহণ করেন। এ বিষয়ে কালাই উপজেলার দূর্নীতি দমন কমিটির সদস্য জাহিদুল ইসলাম বলেন, সততা ও নৈতিকতার চর্চা আগামী প্রজন্মের জন্য অপরিহার্য। এ ধরনের কার্যক্রম তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষক ও শিক্ষার্থীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা কামনা করেছেন।