জয়পুরহাট জেলা কালাই উপজেলায় আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ক্ষুব্ধ কৃষকরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।

জয়পুরহাট জেলা কালাই উপজেলায় আলু সংরক্ষণ হিমাগারের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে ক্ষুব্ধ কৃষকরা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। রবিবার বেলা ১১ ঘটিকায় কালাই উপজেলার সাধারণ কৃষকরা জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উপর অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রতিবাদকারীরা জানান, জয়পুরহাট জেলায় এবছর আলুর উৎপাদন বেড়েছে প্রায় ৫০%। ফলন ভালো হলেও বাজারে আলুর দাম আশানুরূপ নয়। কৃষকেরা ভালো দাম পাওয়ার আশায় আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করেন, কিন্তু স্টোর মালিকরা পূর্বের তুলনায় ভাড়া ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেন। এ অবস্থায় কৃষকদের উৎপাদন খরচই ওঠানো কঠিন হয়ে পড়েছে। মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি নেতা আনিছুর রহমান কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, আমরা কৃষকদের পাশে আছি। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল বলেন, আমাদের কৃষকদের দাবি যৌতিক, স্টোর মালিকেরা অবৈধ ভাবে ভারা বৃদ্ধি করেছে, কৃষকদের দাবি আদায়ে আমরা তাদের সাথে আছি। অবরোধ চলাকালীন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হাসানের দীর্ঘ প্রচেষ্টায়, প্রতিবাদকারীরা রাস্তা থেকে সরে আর,বি, হিমাগারের সামনে অবস্থান নেন। পরে কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান উপস্থিত হয়ে স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় কোল্ড স্টোর মালিকপক্ষ কৃষকদের আশ্বস্ত করে বলেন, নতুন করে আর কোনো ভাড়া বৃদ্ধি করা হবে না। এই আশ্বাসে কৃষকরা অবরোধ প্রত্যাহার করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।