গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত ও অটোরিক্সা চালক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া এলাকায়।নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার অক্সাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), ছেলে মোহাম্মদ আলী (৪৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার ও সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫)। নিহত একই পরিবারের ৩ জনের স্বজনদের সাথে কথা বলে জানা যায় তারা সাভার থেকে বাড়িতে আসার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, টঙ্গী-কালীগঞ্জ-নরসিংদী সড়কের দেওপাড়া এলাকায় একটি মালবাহী ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় দাঁড়ানো প্রাণ-আরএফএলের কভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ ১২-৪০৭৭) নিচে ডুকে চাপা পরে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। স্থানীয়রা আহত শিশুসহ অটোরিক্সা চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহত চালকের অবস্থা অবনতি হতে থাকলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত সকলেই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে রাতেই নিহতদের লাশ থানায় নিয়ে যায়।
এ সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, শনিবার রাত ১১ টার দিকে মৃত অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে এবং আহত অটো চালককে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ সম্পর্কে কালীগঞ্জ থানার উপপরিদর্শক শামীম আহামেদ জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে। নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রাণ-আরএফএলের কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।