কিশোরগঞ্জের হোসেনপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাইজুল ইসলাম রিয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে হোসেনপুর বাজারের মিষ্টি পট্টি চৌরাস্তায় অভিযান চালিয়ে হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়।
ধৃত তাইজুল ইসলাম রিয়াদ হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ৭ মে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে প্রতিবেশী রিয়াদ অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ওই কলেজছাত্রীকে ধর্ষণ করে।
তদন্ত কর্মকর্তা এসআই মুহাইমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
ধর্ষণের শিকার ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মান-সম্মান সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি সমাজে মুখ দেখাতে পারি না। অভিযুক্ত রিয়াদ আমাকে প্রায়ই কলেজে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। আমি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বিচার চেয়েছি, কিন্তু কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত এই ভয়াবহ ঘটনার শিকার হলাম।”
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।