কিশোরগঞ্জ একরামপুর টু মরিচখালী বাজার সড়কে অটোরিকশার ভাড়া প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন যাত্রী সাধারণ।অটোরিকশা মরিচখালী বাজার, গুণধর, বারুক বাজার,জয়কা,বালিয়াবাড়ী বাজার,সাদকখালী মোড়,কাঠালিয়া,কতুববাড়ী,মইশাখালী,আজিম বাজার,নাগভাঙ্গা,সতাল, একরামপুর রোডে যাতায়াত করে থাকে।এ বিষয়ে গুণধর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁন মিয়া জানান, অটো চালক সমিতির নেতারা আমার কাছে আসে নাই,ভাড়া বৃদ্ধির বিষয়ে আমার সঙ্গে আলাপ -আলোচনা করা হয়নি।ভাড়া বৃদ্ধির বিষয়টি আমাকে ছাড়াই করা হয়েছে।