নওগাঁর মান্দায় বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী রইস উদ্দীনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন

নওগাঁর মান্দায় বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী রইস উদ্দীনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। নিহত রইস উদ্দীন  উপজেলার গনেশপুর ইউনিয়নের (সতীহাট গ্রামীণফোন টাওয়ার  সংলগ্ন) শ্রীরামপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে এবং ঔষুধ ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে ভোটো’র বড় ভাই। উপজেলার সতীহাটে রইস মেডিকেল হল নামে তার একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান ছিলো। অত্র এলাকায় তিনি রইস ডাক্তার নামে পরিচিত ছিলেন।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপর সাড়ে ১২ টার দিকে নিজ বাসভবনে ষ্ট্রোক করে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী,শুভানুধ্যায়ী, নিকটতম আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এদের মধ্যে এক ছেলে সুলতান আহমেদ একজন সংবাদকর্মী। সে বর্তমানে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত।
এদিন বাদ আসর সতীহাট চৌধুরীর ব্রয়লারে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও মোজাম্মেল হক,বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর মুহাঃ খন্দকার আব্দুর রাকিব,মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার,মান্দা উপজেলা বিএনপি’র সাবেক ধর্মীয়  সম্পাদক কাজী আমিনুল ইসলাম, মান্দা উপজেলা জামায়াতের আমীর ডাঃ আমিনুল ইসলাম,সহ- সেক্রেটারী রফিকুল ইসলাম,সতীহাট বাজার বণিক সমিতি’র সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, গনেশপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মন্ডল,সাংবাদিক কাজী কামাল হোসেন,নজরুল ইসলাম,শাহজাহান আলী দেওয়ান,আব্দুল মজিদ সম্রাট,রওশন আলম,মাহবুবুজ্জামান সেতু এবং রইস উদ্দিন প্রমূখ।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।