কিশোরগঞ্জ রেলস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় ভুগছে। মাঠে পানি জমে থাকা এবং নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে।

শুধু তাই নয়, প্রতিনিয়ত দুর্ঘটনার শঙ্কায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। সম্প্রতি পঞ্চম শ্রেণির ছাত্র মাহদীউল ইসলাম জাওয়াদ টিফিনে মাঠে হাঁটার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অভিভাবকদের অনেকেই জানিয়েছেন, সন্তানদের নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তারা বলেন, "জানি না কখন কোন দুর্ঘটনা ঘটে যায়, প্রতিদিন একটা আতঙ্ক নিয়ে স্কুলে পাঠাই।" বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখন আর তারা মাঠে খেলতে পারে না। কেউ খেলতে গেলেও পিছলে পড়ে আহত হচ্ছে। শিক্ষার্থীরা জানায়, জলাবদ্ধতার কারণে মাঠে প্রায়ই সাপ ও অন্যান্য সরীসৃপ উঠে আসে, যার ফলে তারা আতঙ্কিত হয়ে থাকে। স্থানীয় বাসিন্দারা এবং অভিভাবকরা প্রশ্ন তুলেছেন—স্কুল কর্তৃপক্ষ এই সমস্যা নিয়ে এখনও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন। তারা দ্রুত মাঠ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এই পরিস্থিতি দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মানসিক বিকাশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। এমতাবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয় প্রাঙ্গণের উপযোগী পরিবেশ নিশ্চিতে তারা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট উর্ধতন শিক্ষা কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ ও সহায়তা কামনা করছেন।