কিশোরগঞ্জ সদর উপজেলার একরামপুর - করিমগঞ্জ উপজেলার মরিচখালী বাজার সড়ক দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় এখন ঝুকিপূর্ণ পযার্য়ে পৌঁছেছে।একরামপুর থেকে প্রতিদিন ঢাকা গ্রামী বাস ও ট্রাক চলাচল করে।স্থানীয় জনগণের প্রধান বাহন সিএনজি ও অটোরিকশা। রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় গর্তের পাশাপাশি একরামপুর থেকে সতাল পর্যন্ত পুরো সড়কজুড়ে  বড় বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তে সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল প্রায়ই উলটে যাচ্ছে,বাস -ট্রাক থেমে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে এবং অনেকে আহত হচ্ছেন।বৃষ্টির সময় গর্তে পানি জমে  অবস্থাটা আরো বিপজ্জনক হয়ে দাঁড়ায়।জনদুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কার করা জরুরি। এ ব্যাপারে জরুরি যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।