রংপুর মিঠাপুকুর উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নে আজ (১৮আগষ্ট )রোজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত।
জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক গোলাম রব্বানী, আমির, রংপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল আমির, মিঠাপুকুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী, আমির,মিঠাপুকুর উপজেলা শাখা। সভাপতিত্ব করেন,লিয়াকত আলী,আমির,১১ নং বড়বালা ইউনিয়ন, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামি রাজনৈতিক সংগঠন। জামায়াতের মাধ্যমে দেশে ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। আগামী নির্বাচনে দেশপ্রেমিক সচেতন নাগরিকদেরকে জামায়াতকে বিজয়ী করতে সমর্থন করার আহ্বান জানান তিনি।
বক্তাগণ আলো বলেন, জন্মলগ্ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে। এই জমিন যার – হুকমত চলবে তাঁর। দল আমাকে আপনাদের সেবা করার লক্ষে পাঠিয়েছে। সেই লক্ষ্য পূরণে আপনারা কাজ করুন ইনশাআল্লাহ – আমি সবসময়ই আপনাদের আশা আকাঙ্খা পূরণে পাশে থাকব। আমাকে আপনাদের পাশে পাবেন। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমবণ্টনের এবং জন আকাঙ্খার উন্নয়ন বাস্তবায়ন করবে।ন্যায় ও ইনসাফ মোতাবেক সমাজ, রাষ্ট্র গঠন করাই জামায়াত ইসলামীর একমাত্র লক্ষ্য।