কটিয়াদী-পাকুন্দিয়ার জননন্দিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ এমপি মহোদয় এর উপস্থিতিতে মসূয়া ইউনিয়ন পরিষদ এর স্বর্ণ পদক প্রাপ্ত তিন বারের সফল চেয়ারম্যান জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক ও ইউপি ৯ জন সদস্যদের মধ্যে যে অনাস্থার অভিযোগ, অভিমান ছিলো আজ তা সুষ্ঠু সুন্দর আলোচনার মাধ্যমে উঠে আসে চেয়ারম্যান ও সদস্যদের অভিযোগের মূল বিষয়টি, সমন্বয়হীনতা ।
মাননীয় সংসদ সদস্য জনাব নূর মোহাম্মদ (এমপি) উপস্থিতিতে এসময় আরো স্থানীয় নেতৃত্ববৃন্দ, জনপ্রতিনিধি ও সর্ব-সাধারণ খোলা বক্তব্য প্রদান করেন। জনসাধারণের মতের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এস.এম শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, জনাব গিয়াস উদ্দিন (যুগ্ন সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ) জনাব নিয়ামত উল্লাহ খান( সহ-সভাপতি মসুয়া ইউনিয়ন আওয়ামী লীগ), জনাব সাইফুল আলম খান ( সাধারণ সম্পাদক, মসুয়া ইউনয়িন আওয়ামী লীগ),
এ.জি.এস রুহুল আমিন রেণু ( সাবেক এজিএস কটিয়াদী ডিগ্রী কলেজ), মোঃ জাকির হোসেন ( সুমন), আহব্বায়ক আওয়ামী যুবলীগ ৭নং মসুয়া ইউপি, মোঃ রুবেল হোসেন ( যুগ্ন আহব্বায়ক ৭নং মসুয়া ইউপি), মোঃ আফজাল হোসেন( আহব্বায়ক মসুয়া ইউনিয়ন ছাত্র লীগ) এছাড়া কৃষক লীগ সহ সকল নেতৃবৃন্দ সহমত পোষন করে বলেন- মসুয়া ইউনিয়নের কিশোর গেং এর কার্যক্রম বন্ধ করা এবং চেয়ারম্যান নিজে সমন্বয় করে সদস্যদের নিয়ে বসে কাজ করতে হবে। জনাব মাননীয় সংসদ সদস্য বলেন-অনিয়মের ক্ষতি পূরণ এর জন্য কমিটি গঠন ও তিন মাসের আল্টিমেটাম প্রদান করেন সমন্বয় করার জন্য। সমন্বয় করতে ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা মাননীয় সংসদ সদস্য নিজে গ্রহণ করবেন। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে সমাপনি বক্তব্য প্রদান করেন।