উত্তর প্রদেশে সোমবার (১৮ আগস্ট) একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে গাড়ি চাপায় একজন সাব-ইন্সপেক্টর মারা গেছেন।


পুলিশ জানায়, দুপুর প্রায় ২টার দিকে যখন রিচা সাচান (২৫) , ডিউটি শেষ করে কাবি নগর থানা থেকে বাড়ি ফিরছিলেন তখন এই দূর্ঘটনা ঘটে।

কাবি নগরের অতিরিক্ত পুলিশ কমিশনার ভাস্কর বর্মা বলেন, “মোটরসাইকেলটি একটি বেওয়ারিশ কুকুরকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পেছন থেকে আসা একটি গাড়ি তাঁকে চাপা দেয়। হেলমেট পরা সত্ত্বেও তিনি মারাত্মকভাবে আহত হন।"

খবর পেয়ে, একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে সরবোদয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কানপুরের বাসিন্দা রিচা ২০২৩ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি শাস্ত্রীনগর আউট পোস্টের দায়িত্বে ছিলেন এবং ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তাঁর বাবা-মা জানিয়েছেন, তাঁরা আগামী বছর তাঁর বিয়ের পরিকল্পনা করছিলেন।

গাজিয়াবাদ পুলিশ লাইনে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় এবং তাঁর মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, তাঁর পরিবার মরদেহ নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে গেছেন সৎকারের জন্য।
সূত্র: পিটিআই