জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী

জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ প্রেক্ষিতে ৩৩ পদাতিক ডিভিশন কুমিল্লা ও পার্শ্ববর্তী অঞ্চলে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, এতে নিশ্চিত করে সকলের জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

অদ্য ৩০ মার্চ ২০২৫ তারিখে ০১:০০ ঘটিকায় চৌদ্দগ্রাম পৌরসভা শ্রমিকলীগের সভাপতি মো: তৌহিদুর রহমানকে, গ্রাম - দক্ষিন চাঁন্দিশ করা তার নিজ বাসা থেকে চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়। এছাড়াও অভিযানে ইয়াবা ব্যবসায়ী মো: আব্দুল মতিন, গ্রাম - দক্ষিন চাঁন্দিশ করা, ৮০০ পিস ইয়াবা সহ চৌদ্দগ্রাম সেনাবাহিনী ক্যাম্প কর্তৃক গ্রেফতার করা হয়, উভয়কে পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য সীমান্তের অতি নিকটবর্তী এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কুমিল্লাসহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি ঘটেছে।
সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।