আজকের এই কুরআনে হাফেজরাই আগামীর ইসলামী সমাজ প্রতিষ্ঠার কারিগর। এজন্য কুরআনের হাফেজদেরকে অর্থসহ কুরআন পড়ার অভ্যাস গড়তে হবে। অর্থসহ কুরআন পড়ার মধ্যদিয়ে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কুরআনের আইন প্রতিষ্ঠায় হাফেজদেরকে অগ্ৰণী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখা কতৃক আয়োজিত (১১ মে) রবিবার ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম শূরা সদস্য ও খুলনা জেলা শাখার আমীর আলহাজ্ব মাওলানা এমরান হুসাইন।
খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারি ইলিয়াছ হোসাইন- এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আবু ইউসুফ ফকির।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এমরান হুসাইন আরও বলেন প্রতিষ্ঠার পর থেকেই ছাত্রশিবির কুরআনকে ধারন করে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে। কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য ২৩৪ জন শহীদের এই কাফেলার হাত ধরেই ইসলামী সমাজ বিনির্মানের জন্য হাফেজে কুরআনদেরকে সম্মুখ ভূমিকা পালন করতে হবে।
জেলা সভাপতি আবু ইউসুফ ফকির তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ হবে কুরআনের, আগামীর বাংলাদেশ হবে ইসলামের। আর এই ইসলামের বাংলাদেশ গড়তে হাফেজে কুরআন সহ সকল স্তরের ছাত্রদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
হাফেজে কুরআন সংবর্ধণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা -৪ রুপসা, তেরখাদা, দিঘলিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক জেলা সভাপতি স.ম. এনামুল হক,আশরাফুল আলম সহ অনান্য নেতৃবৃন্দ।