কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় সুবিধাভোগী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে । ২৩ নভেম্বর শনিবার সকালে খোকসা উপজেলা মিলনায়তনে কৃষক পর্যায়ে পিঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতির আধুনিকায়ন ও বিপণন কার্যক্রম উন্নয়ন প্রকল্প আয়োজিত পেঁয়াজ ও রসুন সংরক্ষণ ঘর ব্যবহার এবং হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল ইসলাম । কর্মশালায় কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এবং খোকসা উপজেলা প্রকল্পের ফিল্ড অফিসার প্রশিক্ষক হিসেবে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন । কর্মশালায় সুবিধাভোগী ১৮০ জন চাষী চাষি অংশ গ্রহন করেন ।
সাজাত হোসেন খান বলেন, পূর্বের ফেেজ- এ কুমারখালি উপজেলার ২০ জন চাষীর বাড়ীতে ৫ লাখ টাকা ব্যায়ে ২০ টি পিঁয়াজ সংরক্ষণাগার নির্মন করে দেয়া হয়েছে ২য় ফেজে- এ কুমারখালি ও খোকসা উপজেলায় আরো ৩৫ টি পিঁয়াজ সংরক্ষণাগার নির্মন কার্যক্রম চলমান রয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথিরবক্তব্যে মোঃ জাহিদুল ইসলাম বলেন, কৃষক- কৃষাণীরা তাদের উৎপাদিত পিঁয়াজ - রসুন আগামীতে সুন্দর পরিবেশে হারভেস্ট ও সংরক্ষণ করে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে পারবে । ফলে তারা আর্থিক ভাবে লাভবান হবে এবং কুষ্টিয়া অঞ্চলে পিঁয়াজ - রসূনর চাহিদা পূরণে সক্ষম হবে ।