কেন্দ্রীয় যুবলীগর নির্দেশনায় আগামী ২৫ শে ফেব্রুয়ারি ভেড়ামারা উপজেলা যুবলীগের যুব সমাবেশ কে সফল করার লক্ষ্যে মোকারিমপুর  ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ।গত শুক্রবার বিকেলে মোকারিমপুর  ইউনিয়ন যুবলীগের আয়োজনে  মুকুল ক্লাব প্রাঙ্গনে এ কর্মী সমাবেশ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, প্রধান বক্তা  ভেড়ামারা উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, মোকারিমপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মোকারিমপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুস সামাদ, ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন গামা,।

সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, মোকারিমপুর  ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ , মোকারিমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত , ভেড়ামারা উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ উল হাসান প্রাইম, ভেড়ামারা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন,ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের  সাবেক আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।