হরিনারায়ণপুর বাজারের পুরনো বই ব্যবসায়ী মৌসুমী বই ঘর এন্ড ফটোস্ট্যাটের প্রপোইটার অবসর প্রাপ্ত প্রাইমারী শিক্ষক সুবোদ মাষ্টার প্রতিদিনের ন্যায় সকাল ৮:৫০ মিনিটের দিকে দোকান ঘরের শাটার খুলতেই দোকানে আগে থেকেই অবস্থান নেওয়া চোর দোকান থেকে প্রায় নগদ ২৫০০০০ টাকা ও ফ্লাক্সিলোড দেওয়া ২ টা মোবাইল ও বিকাশে লেনদেন করা আরও একটা মোবাইল ফোন নিয়ে যায়। ভুক্তোভোগীর ভাষ্যমতে-সে তার দোকানের তিনটা শাটার খুলে পেছনের আর একটা শাটার খুলতে গেলে চোর ক্রেতা সেজে আগে থেকে অবস্থান নিয়ে দোকানদার আড়াল হতেই ব্যাগ ভর্তি নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে দোকানের মালিক টাকার ব্যাগ খোজাখোজির পরে না পেলে সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হয় তার টাকাগুলো চুরি হয়ছে। ঘটনার পরেই বাজারের বিষয়টি জানাজানি হলে ইবি থানার ওসি ঘটনা স্থলে পরিদর্শন করেন। এবং ঘটনার সুষ্ঠ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাজার বণিক সমিতির পক্ষ থেকেও সমস্ত তদন্ত দায়িত্ব প্রশাসনের উপর ন্যাস্ত করা হয়।ইবি থানার ওসি আননুর যায়েদের সাথে কথা হলে তিনি জানান,এই বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ পাই নি।