কুষ্টিয়ায় মাজালিসুল মুফাসসিরীন এর জেলা মুফাস্সীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া শরীয়াতুল্লাহ ইয়াতিমখানায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাজালিসুল মুফাসসিরীন এর কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলীর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। সমাবেশে বক্তব্য রাখেন মাজালিসুল মুফাসসিরীন এর সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা তারিকুর রহমান, জামায়াতের কুষ্টিয়া সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা, মাজালিসুল মুফাসসিরীন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল মুজাহিদ, জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, মাজালিসুল মুফাসসিরীন এর বিভাগীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল কাদের জিহাদীসহ অন্যান্য উলামায়েকেরাম।
অনুষ্ঠান পরিচালনা করেন মাজালিসুল মুফাসসিরীন এর কুষ্টিয়া জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদী।
অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়।