প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া উপজেলা মোড় এলাকা একটি অটোরিক্সা হঠাৎ করে মহাসড়কে উঠে পড়লে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী (এনআর) পরিবহন বাসটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকাসহ আরও দুইজন। স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। এ্যাডভোকেট দবোরা খানম সারিকা চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। তাদের মধ্যে অ্যাডভোকেট দবোরা খানম সারিকা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার অকাল মৃত্যুতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে শোকের ছায়া নেমে এসেছে। সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. শাতিল মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ জানান, এ্যাডভোকেট দবোরা খানম সারিকা ছিলেন মেধাবী ও কর্মঠ সদস্য। আমরা সকলেই মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।