শনিবার ভোরে দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এই অভিযান চালায় ৪৭ বিজিবি। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল এবং ২০ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) এলএসডি জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকা।
আটকরা হলেন সিনবাদ আলী (২৭), মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে এবং মিন্টু হোসেন (২৯), রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে।
বিজিবি জানায়, আটক সিনবাদ আলী একজন হ*ত্যা মামলার আসামি। গত জুনে মহিষকুন্ডি এলাকায় মাদক বিরোধী বিরোধকে কেন্দ্র করে মোহন নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, আটক দুজনকে মাদক ও অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।