গতকাল কুস্টিয়া শহরে বৃষ্টির মাঝে রিক্সাওয়ালা শ্রমিকদের মাঝে ১০০(ছাতা)বিতরণ করা হয়। এসময় কুষ্টিয়া শহর জামায়াতের নেতাকর্মীরা সঙ্গ দেন।
মুফতী আমির হামজা বলেন, বর্ষাকালে বিশেষ করে রিকশাচালকরা ভিজে ভিজেই রিকশা চালাই, বৃষ্টিও তাদের থামিয়ে রূখতে পারেনা,কারণ তারা দিনমজুর। যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দিয়েই হয় জীবিকা নির্বাহ। সুতরাং মনের মধ্যে তাদের নিয়ে ভাবনা আসা মাত্রই রাস্তায় চলে আসলাম তাদের বসার জায়গায় লাঠি দিয়ে যদি মাথার উপরে ছাতাগুলো বেঁধে দেওয়া যায়, অন্তত তাদের মাথায় বৃষ্টির পানি পড়বেনা। কারণ এই রিকশাওয়ালা ভাইয়েরা/বাবারাই তাদের পরিবারে একমাত্র ভরসার জায়গা,তারা যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে ঘরে শুয়ে থাকে, তাহলে তাদের পরিবারের রান্নাঘরে চুলায় আগুন চলবেনা, না খেয়ে কাটবে তাদের দিনগুলো। আমরা সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।মহান রাব্বুল আলামীন ইসলামের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন,আমীন। এমন বক্তব্য ও মনের ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো কথামালা শুনে অনুপ্রাণিত হন স্থানীয় জনগণ ও শ্রমিকরা। কুষ্টিয়াতে মাঝে মাঝেই এমন বিভিন্ন সামাজিক কাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত “মুফতী আমির হামজা”।