এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসনে, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, নেওয়াশী ইউ পি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল , ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ফুল এর ম্যানেজার রবিউল, প্রোজেক্ট অফিসার ফজলুল করিম ফারাজি প্রমূখ।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঈদ উৎসবকে রাঙ্গিয়ে দিতে নিম্ন আয়ের ৩৫ জন মাকে ২ টাকার বিনিময়ে নতুন পোশাক শাড়ী, লুঙ্গি, মেক্সি ও ব্লাউজের কাপড় বিক্রয় করে স্থানীয় মানব কল্যাণ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল), কুড়িগ্রাম।

বুধবার ১১ জুন, ২৪ দুপুরে নাগেশ^রী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখ প্রাঙ্গণে অভাবী মায়েদের হাতে নতুন কাপড় তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসনে, উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, নেওয়াশী ইউ পি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল , ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ফুল এর ম্যানেজার রবিউল, প্রোজেক্ট অফিসার ফজলুল করিম ফারাজি প্রমূখ।

২ টাকার হাটে কাপড় নিতে আসা রহিমা বেগম বলেন, মুই স্বপ্নেও ভাবোং নাই ২ টাকায় এখান নয়া শাড়ী পাইম । দুই ঈদ থাকি নয়া কাপড় পেদোং (পরা) না, এই ঈদ টা ভালে যাইবে বাবা।

অপর ক্রেতা আফসানা খাতুন বলেন, আমার গর্ভে ৫ মাসের সন্তান। সাধারণ কাপড় পড়লে কষ্ট হয় । দুই টাকার হাটে আসি ২টাকা দিয়া একটা রেডিমেট মেক্সি নিলাম। এখন আরামে পড়তে পারবো। ফুল সংগঠনকে এবং হামার ইউনও স্যারকে অনেক ধন্যবাদ।

সিব্বির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসর, নাগেশ^রী বলেন,  ফুল দীর্ঘদিন ধরে ব্যাতিক্রমধর্মী জনকল্যাণমূলক  ভালো ভালো কাজ করে আসছে। আমার প্রশাসন থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

ফুল এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন,  ঈদ উৎসবকে রাঙ্গিয়ে দিতে হাসনাবাদ ইউনিয়নের ৩৫ জন অভাবী মাকে মাত্র ২ টাকার বিনিময়ে নতুন কাপড় প্রদান করা হলো। ফুল কাউকে ত্রান দেয় না। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি নাগেশ^রী উপজেলার ইউএনও জনাব সিব্বির আহমেদ মহোদয়ের প্রতি।