কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপথী বাজার সংলগ্ন এলাকায় এক সুপারি ব্যবসায়ীর আকস্মিক মৃত্যু, মৃত ব্যবসায়ীর নাম রতন দত্ত , পিতা মৃত চাইলস দত্ত ও মাতা মৃত বকুল দত্ত, তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্ছানগড় থানা রোড এলাকার বাসিন্দা ছিলেন।

দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসার সঙ্গে জড়িত তেপথী বাজারের আড়ৎদার মোঃ আমিনুর ইসলামের কাছ থেকে জানা যায়, রতন দত্ত প্রায় ১০-১২ দিন আগে সুপারি কিনতে এই এলাকায় আসেন। বিভিন্ন হাটবাজার ঘুরে তিনি সুপারি সংগ্রহ করে তা নিজ এলাকায় পাঠিয়ে দিতেন। তার সঙ্গে গিয়াস উদ্দিন নামের একজন সঙ্গীও ছিলেন, যিনি দুদিন আগেই ফিরে গেছেন।

আড়ৎদার আমিনুর ইসলাম জানান, “রতন দা আগামীকালই বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল।” জানা যায়, তিনি গতকাল কিছুটা অসুস্থবোধ করায় চিকিৎসকের পরামর্শও নিয়েছিলেন। তবে গত রাতের একটি দুঃখজনক মুহূর্তেই ঘটে যায় অপ্রত্যাশিত পরিণতি।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, গত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান রতন দত্ত। টিউবওয়েল চাপতে গিয়ে হঠাৎ করেই তিনি পড়ে যান এবং সেখানেই মৃত্যুবরণ করেন।
সকালে স্থানীয়রা তার নিথর দেহ টিউবওয়েল এর পাশে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত বিষয়টি আড়ৎদারসহ স্থানীয় প্রশাসনকে জানান।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত পরিচালনা করেন। তিনি জানান, “মৃতদেহটি যথাযথ প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।”

এই আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত স্থানীয়রা এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।