স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার নিখোজের ঘটনায় শিশুটির পরিবার থানায় একটি অপহরণ মামলা করেছে।
মুরসালিন বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর প্রাথমিকভাবে তার বাবা মশিউর রহমান থানায় একটি ডায়েরি করে।পরবর্তীতে এক প্রতিবেশীকে সন্দেহভাজন হলে বাড়ি তল্লাশি করে টয়লেটে মুরসালিনের লাশ খুজে পাওয়া যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত পরিবারের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “প্রাথমিকভাবে শিশুটিকে আঘাত করে মারার চিহ্ন খুজে পাওয়া গিয়েছে এবং শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”