কুড়িগ্রাম জেলা কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফলাবো ফসল, গড়বো দেশ, গণতন্ত্রে বাংলাদেশ

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, কুড়িগ্রাম জেলা কৃষকদল জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানের বিশেষ আয়োজন র‍্যালিটি কুড়িগ্রাম শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে পৌর টাউন হল সুপার মার্কেট প্রাঙ্গণে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। এতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাবেক সহ-সভাপতি, কুড়িগ্রাম জেলা বিএনপি।সভাপতিত্ব করেন:জনাব মোঃ রিপন রহমান, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা কৃষকদল।সঞ্চালনায় ছিলেন:
জনাব মোঃ রুকুনুজ্জামান খন্দকার রুকু, সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা কৃষকদল।র‍্যালি ও আলোচনা সভায় নাজিমখান ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক জনাব রাশিক পাটোয়ারী রুবেল এবং সদস্য সচিব মোঃ সুজন ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বিষয়বস্তু আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোস্তাফিজুর রহমান মোস্তফা দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কৃষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তিনি আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। কৃষি ও কৃষকের উন্নয়নে এই দফাগুলোর বাস্তবায়ন কিভাবে দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে সমৃদ্ধ করবে, তা নিয়ে বক্তৃতা দেন।সভায় বক্তারা জাতীয়তাবাদী কৃষকদলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন। "ফলাবো ফসল, গড়বো দেশ" শ্লোগানকে সামনে রেখে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান জানান।উপস্থিত নেতৃবৃন্দের মন্তব্য আলোচনায় অংশ নেওয়া নেতারা বলেন, কৃষকদল কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় কাজ করে এসেছে। তাদের একতাবদ্ধ প্রচেষ্টা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা দেশের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয়তাবাদী দলকে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ৯৮০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি কৃষকদের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফসল উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণই এর প্রধান লক্ষ্য।