খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের এক দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। এই দাবির প্রতি সংহতি জানাতে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০:৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল আয়োজন করে।
রাত ১০টা ৪০ মিনিটে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি—ভিসির পদত্যাগ চাই’ স্লোগানে কুয়েটের চলমান আন্দোলনের প্রতি শক্তিশালী অবস্থান প্রকাশ করেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, “শিক্ষার্থীদের ওপর হয়রানি, অবিচার ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছে, তা সত্য ও ন্যায়ের প্রতিচ্ছবি। আমরা তাদের পাশে আছি এবং একই দাবি জানাই—দুর্নীতিপরায়ণ ও ব্যর্থ প্রশাসনকে পদত্যাগ করতেই হবে।”
এছাড়াও, নোবিপ্রবির বহু শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে #Stand_with_KUET এবং #Solidarity_With_KUET হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দিয়ে কুয়েট আন্দোলনের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন।