এতে করে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামের তিন কৃষকের ঘর পুড়ে ছাই। গত শুক্রবার (১৮ আগস্ট) রাত ৮ ঘটিকায় গোয়াল ঘরের ধোঁয়ার আগুন থেকে এ আগুনের সুত্রপাত হয় বলে জানা যায়। কৃষক মোঃ সামাদ মিয়া, মোঃ আহাদ মিয়া এবং কৃষক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল আয়েশের ঘর পুড়ে গেছে বলে নিশ্চিত করেন প্রতিবেশী মোঃ আবুল বাশার তালুকদার। এতে করে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

কৃষক মোঃ সামাদ মিয়া জানান, আমার হালের দুটি গুরু পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। আমি পথে বসে গেছি। উপজেলা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে জানায়, আমরা খবর পেয়ে রওনা দেওয়ার প্রস্তুতি নিলে ঘটনা স্থল থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে এসেছে ; ফায়ার সার্ভিস আসার দরকার নেই। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমরা তা করবো।