ঢাকা জেলা বিশেষ প্রতিনিধিঃ জুলাই আগষ্ট কোটা আন্দলোনে শহীদের মিছিলে প্রতিনিয়তি যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। গতকাল আরাফাত (১২) ২২ ডিসেম্বর রাত ১০:৩০ মিনিটে ঢাকার সিএমএইচ চিকিৎসারত অবস্থায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন শহীদ আরাফাত(১২)।এখন পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ শহীদ আরাফাত (১২)। শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিলো প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক এরেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গত এক সপ্তাহ টানা দৌড়ঝাপের পর আগামী ২৪শে ডিসেম্বর আরাফাতের জন্য এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কিন্তু সেই এয়ার এম্বুল্যান্সে আর যাওয়া হলোনা শহীদ আরাফাতের। ৫ আগস্ট উত্তরা আজমপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন । আধুনিক হাসপাতাল ও কুর্মিটোলায় ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে গতকাল ২২ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। ঘাতক বুলেট আরাফাতের বাম পাজর ভেদ করে মেরুদণ্ড ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যায়, ফলে একটি কিডনি নষ্ট হয়।সংবাদের গুরুত্বপূর্ণ লাইন-: আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।