সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে অদ্য ২৬/০৪/২০২৫ খ্রিঃ ০৪.০০ ঘটিকার সময় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই(নিঃ)/দীপরাজ ধর প্রিন্স সঙ্গীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ কাষ্টঘর এর রাস্তার হতে মাদক ব্যবসায়ী ১। সোহেল মির্জা (৩৪), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-হিজলশাহ, থানা-ওসমানীনগর, জেলা- সিলেট, বর্তমানে-বাসা নং-২০, বড়বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ও ২।মো: রাসেল পাটোয়ারী (৩০), পিতা- মো: মোস্তফা পাটোয়ারী, সাং- পশ্চিম হাঁসা, থানা- ফরিদগঞ্জ, জেলা- চাঁদপুর, বর্তমানে- বাসা নং-১৭ (৫ম তলা, রফিকুল ইসলাম ফেনু সাহেবের বিল্ডিং), কাজলশাহ, থানা-কোতোয়ালী মডেল, জেলা-সিলেটদ্বয়‘কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক); রুজু করা হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।