চব্বিশ এর জুলাই-আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সিলেট জেলা ও উপজেলা সমূহের সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৫ টায়, সিলেট নগরীর উপশহরস্থ হোটেল গার্ডেন ইন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম  এর সঞ্চালনায় সিলেট জেলা যুব সংগঠক ছালিম আহমদ খানের তেলাওয়াত ও জুলাই ওয়ারিয়র্স এর আহব্বায়ক রেদওয়ান রাফির ইসলামী সংগীত পরিবেশনার মাধ্যমে
মতবিনিময় সভা শুরু হয়।

সভায় সিলেট জেলা সংগঠক জনাব নাজিম উদ্দিন শাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি -এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ, উপস্থিত ছিলেন জেলা সংগঠক ফয়সল আহমদ , জহুরুল ইসলাম,শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ সহ জেলা ও উপজেলা সংগঠকবৃন্দ। 

সভায় এনসিপি'র কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী উপজেলা শাখা গঠনকে সামনে নিয়ে প্রত্যেক ইউনিয়নে সফর ও মতবিনিময় সভার আয়োজন , প্রতিটি উপজেলায় মিছিল ও সমাবেশ আয়োজন করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খুনিদের বিচারের দাবি জানানো , বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ সভা , আসন্ন মে দিবসে সিলেট শহীদ মিনার থেকে রেলি বের করা ও শহীদ শ্রমিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিতসহ গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। 

এছাড়াও প্রয়োজনীয় সংস্কার, ফ্যাসিবাদ আওয়ামিলীগের বিচারসহ দলের ঘোষিত অঙ্গীকার ও জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দলকে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সুসংগঠিত করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।