জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়ত কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মাওলানা এনামুল হক ও ছাত্র জমিয়তের সভাপতি মুফতি আব্দুল্লাহ হোসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট উত্তর জেলা জমিয়ত সভাপতি মাওলানা আতাউর রহমান, প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট উত্তর জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা শায়খ আব্দুল হাই,সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, উপজেলা জমিয়তের সহসভাপতি সুহেল আহমদ,সাধারণ সম্পাদক হুসাইন আহমদ,যুব জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিম মিয়া, সহসাধারণ সম্পাদক এমরান আলী,দপ্তর সম্পাদক ইমরান আহমদ। 
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও বাংলাদেশ ইসলামী আন্দোলনের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওত করেন ইউ/পি ছাত্র জমিয়তের সদস্য তুহিন আহমেদ।