রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা মিঃ বেঞ্জামিন টুডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রওশন আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমনুরা মিশন ন্যাশনাল এজেন্সী ফর গ্রীন রেভ্যুলেশন এর পরিচালক মিঃ স্টেফান সরেন, উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মিঃ প্রদীপ হেমব্রম এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, পৌষ পার্বন সাকরাত ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি উৎসব । একটি জাতির ঐতিহ্য সংস্কৃতি অংশ। সরকার নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করেছেন । তাই আমাদের উন্নয়নের জন্য মাদক ও বাল্য বিয়েকে না বলতে হবে। নৃগোষ্ঠী শিক্ষা সহায়তার জন্য উপবৃত্তিসহ অন্যান্য শিক্ষা উপকরণ দিচ্ছেন। আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোল সাম্প্রদায়ের বিশেষ নিত্য পরিবেশন করেন ও পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।