রাজধানীর সাত সরকারি কলেজ অবশেষে স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এই কাঠামো গড়ে তুলতে একটি চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, কমিটি সাত কলেজের জন্য একটি স্বাধীন ও বিশ্ববিদ্যালয় সমমানের কাঠামোর রূপরেখা তৈরি করবে। কমিটিতে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, এবং ইউজিসি সদস্য অধ্যাপক ড. তানজিমউদ্দিন খান। কমিটির কাজ আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাত কলেজের শিক্ষার মানোন্নয়ন ও স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে কলেজগুলোকে স্বাধীন সত্তা হিসেবে প্রতিষ্ঠা করতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবে কমিটি। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও অন্তর্ভুক্ত করা হবে।
উল্লেখ্য, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, এবং সরকারি বাঙলা কলেজকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। তবে শিক্ষার্থীদের দাবি ছিল, পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে স্বতন্ত্র কাঠামোর মাধ্যমে তাদের সেবা নিশ্চিত করা। সাম্প্রতিক সময়ে আন্দোলন আরও তীব্র হওয়ায় সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করতে পারে এবং শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে বলে মনে করা হচ্ছে।