খাগড়াছড়িতে বৈসাবি - বাংলা নববর্ষ উপলক্ষে নানা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান ও পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল অডিটোরিয়ামে আলোচনাসভা গিয়ে মিলিত হয়।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান । বিশেষ অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সদর সেনা জোন কমান্ডার লে: কর্নেল খাদেমুল ইসলাম ব্রিগেডের জিটু আই মেজর মোস্তাফা আরেফিন।
বক্তরা বলেন, পাহাড়ি, বৈসাবি ও বাংলা নববর্ষে নানা আয়োজনে মধ্য দিয়ে পাহাড়ের বাঙালি ও পাহাড়ী জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য রূপ ফুটে উঠেছে। চাকমা, মারমা ও ত্রিপুরাসহ নানা শ্রেণী পেশার জনগোষ্ঠীর মানুষ ঐতিহ্যবাহী পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য প্রতিবছরই এমন আয়োজন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, এনএসআইয়ের যুগ্নপরিচালক নাছির মোহাম্মদ গাজী, পুলিশের এ এসপি মোহাম্মদ মিজান, বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ ফরিদ মিয়া, সিভিল সার্জন ডা: ছাবেরসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।