খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে তারা এ মতবিনিময় সভা করেন।উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা কাউছার আজিজী,বক্তব্যরা তাদের সংগঠনের প্রতিষ্টার বিস্তারিতসহ অতিত ও ভবিষ্যৎতের কার্যক্রম তুলে ধরেন। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্টাতায় একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খাগড়াছড়ি পেশাজীবি সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং বাকস্বাধীনতা প্রকাশে সদ সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
উক্ত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেনযুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ডাঃ আনোয়ার হোসেন ।
ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ জামাল উদ্দিন মৃধা সাধারণ সম্পাদক আল আমিন সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আরিফ ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বশির সিনিয়র সহ সভাপতি ডাঃ আশ্রাফুল ইসলাম ইসলামি ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইকবাল মাহমুদ।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,সহ-সভাপতি জহুর আলম,বাংলাভিশন টিভি’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ প্রফুল্ল,খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক,কোষাধ্যক্ষ রিপন সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুর রউফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।