খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ

খাগড়াছড়ির দীঘিনালায় এক গৃহবধূকে ধষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আব্দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউপির উত্তর মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী (১৮) দীঘিনালার উত্তর মিলনপুরে শ্বশুর বাড়িতে গৃহস্থালি কাজ করছিল। এ সময় পাশ্ববর্তী আব্দুর রহমান ঘরে ঢুকে ঐ গৃহবধূর সঙ্গে অশালীন আচরণ করে। পরে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আব্দুর রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। 
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া জানান, ঘটনার খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ভিকটিম ও অভিযুক্তকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে দীঘিনালা থানার মামলা করেছে। মামলা রুজুর পর অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টাসহ মামলার তদন্ত করছে পুলিশ।a