সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ০১ জানুয়ারী ২০২৫ তারিখ বুধবার নবীন বরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ০১ জানুয়ারী ২০২৫ তারিখ বুধবার নবীন বরণ ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজার সভাপতিত্বে সকাল ০৮:৩০ মিনিটে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. আহসানউল্লাহ্ হাবীব, রেজিস্ট্রার মোঃ মিজানুর রহমান, আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তফা মাহমুদ হাসান,বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগ প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের আয়োজনসমূহঃ নবাগত শিক্ষার্থীদের রেজিস্ট্রশনের মাধ্যমে শুরু হয় তারপর ধারাবাহিকভাবে অতিথিদের আসন গ্রহন, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শপথ পাঠ, ডকুমেন্টারি প্রদর্শনী, একে অপরকে চিনি, প্রবীণ শিক্ষার্থীর অভিজ্ঞতা প্রকাশ,  নবীন শিক্ষার্থী অভিব্যক্তি প্রকাশ, অভিভাবকদের মতবিনিময়, সাংস্কৃতিক পর্ব, বেসিক লাইফ সাপোর্ট ইভেন্ট, রক্তদানে উৎসাহিত করণ কর্মশালা এবং ফায়ার সার্ভিস মহড়া। অনুষ্ঠনের সভাপতি প্রফেসর হোসেন রেজা নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান এবং নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিশ্ববিদ্যালয় কোন সার্টিফিকেট বিক্রির দোকান নয় এটি একটি জিমনেসিয়াম সেন্টার এর মত যেখানে কসরত না করলে যেমন শরীরের পরিবর্তন আশা করা যায় না তেমনি বিশ্ববিদ্যালয়েও নিয়মিত ক্লাস, কঠোর অধ্যাবসায় ও নিরলস পরিশ্রম না করলে ডিগ্রী অর্জন করা যায় না। এ সময় আইকিউএসি এর পরিচালক অভিভাবকদের সাথে মত বিনিময় কালে তিনি বলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মোট ১৬২ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬০তম এবং বাংলাদেশের শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৪ টির মধ্যে ২৬তম স্থানে রয়েছে যা আমাদের জন্য গৌরবময়। আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের ভিত্তি তৈরি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনি শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করবেন না, বরং নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি এবং সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলবেন। পরিশেষে আজকের অনুষ্ঠানের আহ্বায়ক ড. এআরএম মাহবুবার রহমান নবীন শিক্ষার্থীদের নিয়মিত কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের যে কোন সমস্যায় শিক্ষকদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।