খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সহযোতিগামূলক গবেষণা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর কোল ঘেষে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সহযোতিগামূলক গবেষণা বিষয়ক দিনব্যাপী কর্মশালা ৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল ০৯:০০ থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১১ নং কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. রুবাইয়াত ফারজানা হোসেন, মাননীয় সদস্য সচিব, বোর্ড অব ট্রাস্টিজ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নুরু উন নবী, মাননীয় ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয় এবং প্রফেসর ড. মো. ইফতেখার শামস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। কর্মশালায় উদ্ভোধনী বক্তব্য রাখেন প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান, পরিচালক, আইকিউএসি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। অধিবেশনের শুরুতেই নিউজলেটার ২০২৩-২৪ উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজ এর মাননীয় সদস্য সচিব।এই কর্মশালায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।কর্মশালার লক্ষ্য হলঃ সহযোগিতামূলক গবেষণার নীতি ও পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের বোঝার উন্নতি করা, আন্ত-শৃঙ্খলা এবং আন্ত প্রাতিষ্ঠানিক গবেষণা অংশীদারিত্বের প্রচার করা এবং গবেষকদের কার্যকরী সহযোগিতা এবং নিরাপদ গবেষণা তহবিল বিকাশের কৌশলগুলির সাথে সজ্জিত করা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আহসানুল্লাহ হাবীব, মাননীয়, ট্রেজারার, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়,  প্রফেসর ড. নাজমুল আহসান মল্লিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়,  প্রফেসর আবু তোরাব মোঃ হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক ও মোঃ মিজানুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)। ফিডব্যাক ও সমাপনী সেশনটি পরিচালনা করেন প্রফেসর ড. হোসেন রেজা, মাননীয় উপাচার্য, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়। অংশগ্রহণকারী ও রিসোর্স পার্সনদের মধ্যে মতামত আদান প্রদানের মাধ্যমে উক্ত দিনব্যাপী কর্মশালা শেষ হয়।