দিনাজপুর খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে আয়োজিত এক আলোচনা সভা ও পরবর্তী শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে ন্যাক্কারজনক ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।
 
১১ জুলাই দুপুর ১২টার দিকে খানসামা উপজেলার কাচিনীয়া বাজারে বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল জলিল শাহ এবং ইছামতী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ আলীর ওপর হামলা চালানো হয়। বিএনপি নেতা নাসির উদ্দিন, সেলিম যাহ্, তহিদুল ইসলাম তছি, আলম, যুবদল নেতা রুতুল আমীন, আখতারুজ্জামান, মজিবুল রাজ্জাকসহ একদল সন্ত্রাসী তাদের মারধর ও লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়।

এই ঘটনার প্রতিবাদে ওই দিন বাদ মাগরিব কাচিনীয়া বাজারে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার প্ররোচনায় এবং জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিনের নির্দেশে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রসহ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং প্রায় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহতদের অনেকেই দিনাজপুর মেডিকেল কলেজ, জিয়া হার্ট ফাউন্ডেশন এবং পাকেরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

১২ জুলাই খানসামা চৌধুরী রাইস মিল চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে হামলার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তসহ দোষীদের দ্রুত বিচার দাবি করা হয়। এতে জানানো হয়, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল এবং শান্তিপূর্ণভাবে রাজনৈতিক অধিকার চর্চা করতে গিয়ে এ ন্যক্কারজনক হামলার শিকার হতে হয়েছে।