আজ মঙ্গলবার ২৮ জানুয়ারি দিনাজপুরে জেলার খানসামা উপজেলার ০১ নং আলোকঝারী ইউনিয়নের বুদুর বাশঝাড় সংলগ্ন শসান ঘাট এলাকায় বুড়াখাপীরের মেলা বন্ধের দাবীতে সচেতন নাগরিক কমিটির ব্যানারে উপজেলা গেট সংলগ্ন খানসামা- নীলফামারী মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির সভাপতি জনাব আজিজার রহমান আইয়ুবী,সহসভাপতি আব্দুল বাসেদ,রবিউল হাসান রাজু, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোখতার হোসেন শেখ, হুমায়ুন কবির তুহিন। 
আরও বক্তব্য রাখেন ফারুক হুসেন, আব্দুল খালেক,আবু হাসেম আল- আমিন শিবলী, লিটন, রাহিদুল রাফি,গোলাম কিবরিয়া সহ প্রমুখ। বক্তারা প্রশাসন ও মেলা আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলেন জুয়া,অশ্লীলতা বেহায়াপনা ও অনৈতিক কর্মকান্ডের বাতিঘর এই বুড়াখাপীরের মেলা। সমাজ নষ্টকারী এই মেলা  বন্ধের দাবীতে আমরা ডিসি, ইউ এন ও সহ প্রশাসনকে অবগত করেছি। তারপরও কেন মেলার খুটি উঠে নাই কেন আমাদের মানববন্ধন করতে হচ্ছে। তিন দিনের মধ্যে মেলার সকল কার্যক্রম বন্ধ না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। বক্তারা আরও বলেন সামাজিক মেলায় আমাদের আপত্তি নাই তবে অশ্লীল মেলা করলে আমরা লংমার্চ কর্মসূচি দিতে বাধ্য হবো।